![]() |
অস্থিতিশীল তেলের বাজার |
নিউজ ডেস্কঃ ইয়েমেনে সৌদি আরব জোটের বিমান হামলার পর অস্থিতিশীল হয়ে উঠেছে তেলের বাজার। বুধবারই সৌদি শেয়ার মার্কেটে ৫ শতাংশ ধস নেমেছে, যা গত তিন মাসে সর্বোচ্চ। উপসাগরীয় বাজারগুলোতেও এর ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রে বেড়েছে পঞ্চম দিনের মতো তেলের দাম। ভৌগলোকিভাবে তেলবাণিজ্যের প্রাণ কেন্দ্র সানায় যুদ্ধাবস্থা লেগে থাকলে চরম অস্থিরতার মধ্যে পড়বে সামগ্রিক তেল-অর্থনীতি। ইয়েমেন উল্লেখ করার মতো কোনো তেল উৎপাদক দেশ নয়। কিন্তু তেলবাহী জাহাজ চলাচলের মূল কেন্দ্রে অবস্থান করছে দেশটি। ভূ-রাজনৈতিকভাবে কৌশলগত এ স্থানে অস্থিরতা তৈরি হলে তেল চালান বন্ধ হয়ে যেতে পারে। এই ঘোর সংকটের আশংকায় এখন থেকেই দাম বাড়তে শুরু করেছে হু হু করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, সানায় অস্থিরতার জেরে তেলের দাম ক্রমেই বাড়ছে। ইআইএয়ের তথ্য অনুযায়ী, ইয়েমেনের তেল উৎপাদন সক্ষমতা দৈনিক ১ লাখ ব্যারেল (মার্চ ২০১৪)। কিন্তু ২০১৩ সালেই বাব-ইল মান্দেব দিয়ে দৈনিক ৩৪ লাখ ব্যারেল তেল চালান হয়েছে। আর ইয়েমেন বাব-ইল মান্দেবে আন্তর্জাতিক তেলবাণিজ্যের একেবারে প্রধান চেকপয়েন্টে অবস্থান করছে।