কুলাউড়া প্রেসক্লাবের স্বাধীনতা দিবস প্রীতি ফুটবলে লাল দল চ্যাম্পিয়ন

কুলাউড়া প্রেসক্লাবের স্বাধীনতা দিবস প্রীতি ফুটবলে লাল দল চ্যাম্পিয়ন
এম শাহবান রশীদ চৌধুরীঃ কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে সোমবার(২৩মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা সৌধ চত্বরে অনুষ্ঠিত খেলায় লাল-সবুজ রঙের জার্সি গায়ে দিয়ে লাল ও সবুজ দু’দলে বিভক্ত হয়ে সাংবাদিকরা খেলায় অংশ নেন। সবুজ দলের কিপার সুশীল সেন গুপ্ত ও চয়ন জামান গোল আঁকড়ে বসে থাকলেও শেষ রক্ষা করতে পারেননি, একই দলের খেলোয়াড় এম শাকিল রশীদ ক্লান্ত হয়ে দ্রুত মাঠ ত্যাগ করেন। মছব্বির আলী ক্লান্ত হলেও মাঠ ছাড়েননি। তবে সবুজ দল পেনাল্টি কিক পেয়েও গোল বারে বল প্রবেশ করাতে ব্যর্থ হন। লাল দলের আক্রমণে সবুজ দলকে হিমশিম খেতে দেখা যায়। এ দলের বর্ষিয়ান খেলোয়াড় খালেদ পারভেজ বখশ শুরু থেকে শেষ অবধি মাঠে থেকে দলকে বিজয়ী করেন। বিজয়ী দলের পক্ষে গোল করেন আব্দুল করিম বাচ্চু। লাল দলের পক্ষে প্রতিযোগিতার আয়োজন কমিটির আহবায়ক সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদের কৌশলী ক্রীড়া নৈপুন্য দর্শকদের মুগ্ধ করে। সাবেক ক্রীড়া ভাষ্যকার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান ও সহযোগী আব্দুল মুক্তাদিরের শ্র“তিমধুর ধারাবিবরণী ও সাবেক কৃতি ফুটবলার কাবুল পালের নির্ভুল পরিচালনায় অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন। খেলা শেষে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক খালেদ পারভেজ বখশ ও এইচডি রুবেলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন। প্রতিযোগিতার অংশ নেয়া উভয় দলকে ট্রফি বিতরণ করেন অতিথিরা।
কুলাউড়া প্রেসক্লাবের স্বাধীনতা দিবস প্রীতি ফুটবলে লাল দল চ্যাম্পিয়ন
সবুজ দলের খেলায় অংশ নেন সুশীল সেন গুপ্ত (সাবেক সভাপতি, প্রেসক্লাব), শাকিল রশীদ চৌধুরী (সভাপতি প্রেসক্লাব), মহসীন চৌধুরী (অগ্নিশিখা), এম মছব্বির আলী (নিউনেশন), খালেদ হোসেন (সংবাদ), তারেক হাসান (সবুজ সিলেট), জয়নাল আবেদীন (গণমুক্তি), চয়ন জামান (যুগভেরী), এইচডি রুবেল (পাতাকুড়ির দেশ), দ্বীজেন আচার্য্য (আমাদের অর্থনীতি), তাহমিদুর রহমান চৌধুরী তৌসিফ( সংলাপ)।

লাল দলে অংশ নেন খালেদ পারভেজ বখশ (সাধারণ সম্পাদক প্রেসক্লাব), প্রভাষক সিপার উদ্দিন আহমদ (সম্পাদক, সংলাপ), সাইদুল হাসান সিপন (সকালের খবর), পারভেজ আহমদ (খোঁজ খবর), আব্দুল করিম বাচ্চু (হাকালুকি), সুমন আহমদ (নতুন দিন), সাব্বির আহমদ চৌধুরী (সংলাপ), ইউসুফ আহমদ ইমন (সংলাপ), শাহবান রশীদ চৌধুরী অনি (সংলাপ ও ঢাকাটাইমস২৪), বিকাশ মল্লিক( কুলাউড়ার ডাক)।

Post a Comment

Previous Post Next Post