বড়লেখায় সদর ইউপি জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম সুহেল গ্রেফতার

রবিউল ইসলাম সুহেল গ্রেফতার ( kulaura )
রবিউল ইসলাম সুহেল গ্রেফতার
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় বাসে অগ্নিসংযোগ মামলার এজাহার নামীয় আসামী সদর ইউপি জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম সুহেলকে (৩০) পুলিশ ২৮ ফেব্রুয়ারী শনিবার গ্রেফতার করেছে। রবিউল ইসলাম সুহেল উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে ও ডিমাই কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সদর ইউপি জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম সুহেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম সুহেল গত ১২ ফেব্রুয়ারি উপজেলার দাসের বাজার এলাকায় যাত্রীবাহী রূপসী বাংলা বাসে অগ্নি সংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় একুশ নাম্বার আসামী। বড়লেখার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ ছাড়াও ছাত্রলীগ কর্মীকে মারধরসহ বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post