আরব আমিরাতের আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও ৩ জন আহতআবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও ৩ জন আহত হয়েছে।

আরব আমিরাতের আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একইপরিবারের এক বাংলাদেশি নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি কুমিল্লা চৌদ্দগ্রামের আতার আলী মজুমদারের ছেলে মোহাম্মদ শাহজাহান মজুমদার খোরশেদ (৪২)। আহতরা হলেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার লিজি (৩০) এবং ২ মেয়ে লামিশা মজুমদার (৬) ও লামিয়া মজুমদার (৪)। নিহতের নিকটতম আত্মীয় ছালেহ আহম্মেদ বাংলানিউজকে জানান, বুধবার আসরের পর আবুধাবি আল রাবাহ থেকে গাড়ি করে সপরিবারে (৪ মার্চ) বন্ধুর বাসায় যান শাহজাহান। বাসা থেকে ফিরে আসার সময় বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২দিকে আবুধাবী শাহমা নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তার‍া। আহতরা আবুধাবি আল-রাহবা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, আর এই রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাহানের মরদেহ আবুধাবী শেখ খলিফা হাসপাতালে ছিলো।

Post a Comment

Previous Post Next Post