হাকালুকি হাওরে ৩৩ প্রজাতির ৩৭০ পাখির পায়ে রিং লাগানো হয়েছে

হাকালুকি হাওরে ৩৩ প্রজাতির ৩৭০ পাখির পায়ে রিং লাগানো হয়েছে
হাকালুকি হাওরে ৩৩ প্রজাতির ৩৭০ পাখির পায়ে রিং লাগানো হয়েছে
নিউজ ডেস্কঃ "হাকালুকি হাওর এখন মুখর অতিথি পাখিদের কলতানে। অন্য বছরের তুলনায় এবার নির্বিঘ্নে বিচরণ করছে হাওরে নানা প্রজাতির পরিযায়ী পাখি। মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেট জেলার গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওরটি বিস্তৃত । ছোট-বড় ২৩৮টি বিলের সমন্বয়ে গড়া এই হাওরকে এশিয়ার বৃহত্তম হাওরও বলা হয়ে থাকে।" 
হাকালুকি হাওরে ৩৩ প্রজাতির ৩৭০ পাখির পায়ে রিং লাগানো হয়েছে
এশিয়ার বৃহত্তম হাওর এবং দেশের সর্বাধিক অতিথি পাখির সমাগমস্থল হাকালুকিতে ২য় বারের মতো পাখির পায়ে রিং লাগানো হয়েছে। এবার ৩৩ প্রজাতির ৩৭০ টি পাখির পায়ে এই রিং লাগানো হয়েছে বলে জানান বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও দেশের খ্যাতনামা পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। হাকালুকি হাওরে আসা অতিথি পাখির পায়ে রিং লাগানো কার্যক্রম গত ১৮ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। পাখির পায়ে রিং লাগানোর পাশাপাশি বাংলাদেশ বার্ড ক্লাব ছোট আকারের পরিযায়ি পাখি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও দেশের খ্যাতনামা পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, পাখির পায়ে রিং লাগানো কার্যক্রমে বাংলাদেশ বার্ড ক্লাবের ১০ জন এবং যুক্তরাজ্যের দু’জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। 
হাকালুকি হাওরে ৩৩ প্রজাতির ৩৭০ পাখির পায়ে রিং লাগানো হয়েছে
হাকালুকি হাওরে সাত দিনে ৩৩ প্রজাতির ৩৭০ টি পাখি ধরে মাপজোখ নিয়ে পায়ে শনাক্তকারী আংটি পরিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এই রিং লাগানো কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা অতি বিরল প্রজাতির কিছু পাখির সন্ধান পেয়েছেন। সেই তালিকায় রয়েছে পাতারি ফুটকি, তিলা ঝাড়ফুটকি, পালাসি ফড়িংফুটকি, বৈকাল ঝাড়ফুটকি এবং লালাচাঁদি ফুটকি। তবে সবচেয়ে বেশি ধরা হয়েছিলো মেটে ফুটকি। ইনাম আল হক আরও জানান, পাখির অজানা তথ্য জানার জন্য সারা পৃথিবীতে এই কার্যক্রম পরিচালিত হয়। 
হাকালুকি হাওরে ৩৩ প্রজাতির ৩৭০ পাখির পায়ে রিং লাগানো হয়েছে
এই রিংয়ে কিছু তথ্য থাকে যা দেখে পাখি বিশেষজ্ঞরা ইন্টারনেটে ঢুকে পাখি অবস্থান সম্পর্কে জানতে পারবে। হাকালুকি হাওরে ২০০৯ সালের মার্চ মাসে ১৬টি পাখির গায়ে স্যাটেলাইট ট্রান্সমিটার এবং ৩৪ টি পাখির পায়ে রিং লাগানো হয়।

Post a Comment

Previous Post Next Post