একটি শিশুর স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে এগিয়ে আসুন

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" কোমলমতি এই নবজাতক শিশুটি জন্মগত ভাবে বিকলাঙ্গ। শিশুটি গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার সময় কুলাউড়া পলি ক্লিনিকে জন্ম নেয়। সে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের হাসনপুর গ্রামের সিএনজি চালক সুয়েজ মিয়া ও গৃহিণী ফাতেমা আক্তার রহিমার মেয়ে। শিশুটির একটি নাক নেই, ঠোটের উপরের জামি নেই। মুখ দিয়ে কোন খাবার খেতে পারছেনা।  ডাক্তার বলছেন উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে অপারেশন করাতে হবে। তার চিকিৎসার জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা প্রয়োজন। শিশুটির পরিবারের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই দেশে বিদেশে সকল হৃদয়বান মানুষের কাছে আবেদন জানানো যাচ্ছে আপনারা যে কেউ চাইলে এই শিশুটির স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে এগিয়ে আসুন। অথবা কয়েকজন মিলেও তার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসুন। আমরা আপনাদের যেকোন  সহযোগিতা নিতে প্রস্তুত। শিশু মেয়েটিকে বাঁচাতে সময় মাত্র ৭দিন। কথা দিচ্ছি একটি টাকাও অপচয় হবেনা। আল্লাহ আপনাদের সহায় হবেন। 
প্রচারেঃ প্রিয় কুলাউড়া
যোগাযোগ:
সুফিয়ান আহমদ- হাসনপুর, মোবাইল: ০১৭১১-৯৪০৭৭৫
এ কে এম জাবের- কুলাউড়াঃ ০১৭১৭১৩৩৭৭৪
মাহফুজ শাকিল- করেরগ্রাম, মোবাইল - ০১৭২১-৯৬৭৮৬০

Post a Comment

Previous Post Next Post