আবু সাইদ আহমদের ১৬তম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা

আবু সাইদ আহমদের ১৬তম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা
আবু সাইদ আহমদের ১৬তম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাস্ট্রের সাধারণ সম্পাদক কুলাউড়ার কৃতি সন্তান আবু সাইদ আহমদের ১৬তম বিবাহ বার্ষিকীতে প্রিয় কুলাউড়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।







অচেনা দু’টি পথ
অজানা দু’ দেহ-মন।
মিলনের বারি সিঞ্চনে
বেছে নিল শুভক্ষন।
হল পরিচয়,হল পরিণয়
শুরু হল পথচলা পাশাপাশী।
শুরু হল ভাগাভাগি,জীবনের অনুভূতি
সুখ-দুখ,কান্না-হাসী।
জল গড়িয়ে কেটে গেল দিন
স্বপ্নের আগামীর ঠায় হল অতীতে।
সুখনের দিনগুলো আজ
ঠায় পেল রুপোলী স্মৃতি ফিতেতে।
আজকের ভোর খুলে দিল দোর
খুলে গেল স্বপ্নীল স্মৃতির ফিতে।
আজ দিন তবে হোক রঙিন
পাশাপাশী বসে হাতে হাত রেখে।
কামনার জানালা রুপোলী কিরনে ভরা
দৃষ্টির সীমানায় স্বর্গীয় রেখা।
আজকের কামনা,বিনীত প্রার্থনা
আজীবন সুখে-দুখে পাশাপাশী থাকা।
জীবনের পথ হোক সুখময়
ধুয়ে যাক হতাশার শেষ ক্লান্তি টি।
উদয়ের আলোক উপচে পড়ুক
শুভ হোক ষোলতম বিবাহ বার্ষিকী।

Post a Comment

Previous Post Next Post