ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের একাংশ

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের একাংশ
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের একাংশ
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে ঢাকায় এসে পৌছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দলের একটি অংশ। ৬ সদস্যের এ প্রতিনিধি দলের দুইজন সোমবার বিকালে ঢাকায় এসে পৌঁছান। বাকিরা রাতে পৌঁছার কথা রয়েছে। এরা মঙ্গলবার থেকে তাদের তৎপরতা শুরু করবেন বলে ইউরোপীয় দূতাবাস সূত্রে জানা গেছে। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস-প্রেসিডেন্ট রোমানিয়ার ক্রিস্টিয়ান ড্যান প্রেদা। এ প্রতিনিধি দল চলমান রাজনৈতিক অস্থিরতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচারবহির্ভূত হত্যা, আইনের শাসন, শিল্প খাতে শ্রম অধিকারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।জানা গেছে চারদিনের এ সফরের সময় প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া প্রতিনিধিদলটি রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবে।পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তারা একটি প্রতিবেদন তৈরি করবেন। ওই প্রতিবেদন মূল্যায়ন করে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে ইউরোপীয় পার্লামেন্ট।

Post a Comment

Previous Post Next Post