‘সীমানা পেরিয়ে বিদেশীদের চোখে বাংলাদেশ’

‘সীমানা পেরিয়ে বিদেশীদের চোখে বাংলাদেশ’
‘সীমানা পেরিয়ে বিদেশীদের চোখে বাংলাদেশ’
মো লুৎফুর রহমান বাবু, ফ্রান্স থেকেঃ এই প্রথম বিদেশীদের নিয়ে একটি অনুষ্ঠান করলাম ‘সীমানা পেরিয়ে বিদেশীদের চোখে বাংলাদেশ’। একজন নবীণ হিসাবে এই অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি নিয়ে হয়ত কিছুটা প্রশ্ন থাকতে পারে।তবে বিদেশীদের চোখে আমাদের বাংলাদেশ বিশেষকরে এই ভাষার মাসে তাদের কন্ঠে মধুর বাংলা ভাষা ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাবোধ তাদের চোখে কেমন এ বিষয়টি সবার কাছে তুলে ধরার জন্য সর্বচ্ছো চেষ্ঠা করেছি। ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির একজন সিনিয়র ব্যক্তির আইডিয়ায় এই অনুষ্ঠানটি করেছি।চমতকার আইডিয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। ফটোগ্রাফার ইলোদি গিনিয়াক ও বাংলাদেশ বিজনেস কন্সাল্টিং (বিবিসি) এর এক্সিকিউটিব ডিরেক্ট্রর জানা মার্টিনের কাছে বিশেষ কৃতজ্ঞ। শত ব্যস্ততার পরও যারা বাংলাদেশের এ অনুষ্ঠান করার জন্য এক বাক্যে রাজি ছিলেন। ইলোদির অসুস্থতা ও অনুষ্ঠানের পরদিনই বিদেশভ্রমণের যক্কি-ঝামেলা পেরিয়ে উপস্থিতি এবং জানা মার্টিনের আমাদের পুরো অনুষ্ঠানের সেটিং এ সহযোগিতাই বলে দিচ্ছিল আমাদের বাংলাদেশীদের অনুষ্ঠানে তাদের আন্তরিকতা ! ক্যামেরার পিছনে যাদের সহযোগিতা না হলে এ অনুষ্ঠান করা আমার জন্য দুরুহ ও দু :সাধ্য ছিল সেই দু’জন মাম হিমু ও দোলন মাহমুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানটি খুব শীগ্রই বাংলা২১ টিভি চ্যানেলে প্রচারিত হবে।
মো লুৎফুর রহমান বাবু
উপস্থাপক ও পরিচালক
‘সীমানা পেরিয়ে বিদেশীদের চোখে বাংলাদেশ’

Post a Comment

Previous Post Next Post