জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ জীবন রহমানঃ মানুষের জন্মক্ষন অত্যন্ত গুরুত্বর্পূন তার নিজের কাছে. কারন শুরুটা একটি সফলতা, যে সফলতা মানুষকে সংগ্রাম করতে শেখায়, সংগ্রামী জীবনের শুভ কামনায় .আলোয় আলোয় আলোকিত হন , আলোকিত করুন সারা পৃথিবী,শুভ হোক শুভ দিন আজ ২০ ফেব্রুয়ারী-আমার কুলাউড়া'র প্রধান সম্পাদক,নিউ নেশন প্রতিনিধি ,কুলাউড়া ডাক পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক এম মছব্বির আলী যিনি আপন মেধা-মনন-প্রজ্ঞার প্রভায় যিনি আলোকিত-আজ ওনার ৪৬তম শুভ জন্মদিন ।বলা হয়ে থাকে, প্রাণখুলে হাসুন, কারণ এটা আপনার হৃদয়ের জগিং। শরীর যন্ত্রের যেমন জগিং করা প্রয়োজন হয়ে পড়ে তেমনি আমাদের হৃদয়যন্ত্রেরও জগিং অত্যাবশ্যক। আমাদের মছব্বির ভাইকে দেখি, প্রতিনিয়ত তিনি সদা হাস্যোজ্জ্বল থেকে তার হৃদয়ের জগিং করে চলেছেন। হৃদয় তার সদা কলহাস্যে ভরপুর থাকে। যে হাসির আভা ছড়িয়ে পড়ে তার টোলপড়া কপোল বেয়ে। আমি নিজেও আমার টোলপড়া কপোল নেই বলে তাকে দেখে হিংসে করি। প্রাণোচ্ছল এই মানুষটির অন্য কোনো গুণের কথা আমি আজ উল্লেখ করলাম না; অন্য কোনো দিন সেসব নিয়ে আলোচনা করা যেতে পারে। আজ ওনার ৪৬তম শুভ জন্মদিনে ওনার সহকর্মী হিসেবে একটি কথাই বলব, আমার কাছে এম মছব্বির আলী একজন অমায়িক মানুষের নাম। শুভ জন্মদিনে আমি উনার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ ওনার সুস্বাস্থ্যসহ সামনের দিনগুলো আরো সুন্দর করুন। আমিন।
মোঃ জীবন রহমান, সম্পাদক-জাতীয় অনলাইন'আমার কুলাউড়া

Post a Comment

Previous Post Next Post