ঘাগটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

ঘাগটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্
আমিন জাহানঃ গত ২২ ফেব্রুয়ারী রোববার দুপুর ১টা ৩০ মিনিটে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের ঘাগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি এটিএম নাঈমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হুসনেআরা নাজনীন এর পরিচালনায় প্লান বাংলাদেশ ইন্টার ন্যাশনাল, প্রচেষ্টা এবং প্রাথমিক শিক্ষা বিভাগ এর সহযোগিতায় “শতভাগ ভর্তি নিশ্চিত, ঝড়ে পড়া রোধ বিষয়ক সচেতনতা মূলক র‌্যালী, গণ সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন” অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মোঃ আসম কামরুল ইসলাম বলেছেন, " বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিয়ে দারিদ্রতা বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।পাশাপাশি তিনি ঝরেপড়া শিশুদের প্রসঙ্গে বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে এবং অসচেতন থাকে। তাই তিনি তৃনমূল পর্যায়ে সমাজের বৃত্তশালীরা এগিয়ে আসলে ঝরে পড়া শিশুদের রোধ করা যাবে ।" অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খালেদ পারভেজ বখশ,
ঘাগটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন
বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মুহিব উদ্দিন। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষন অফিসের সিনিয়র অডিটর মোঃ শরীফ উদ্দিন আহমদ, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। উপস্থিত ছিলেন প্লান বাংলাদেশ ইন্টার ন্যাশনাল, প্রচেষ্টা এর কো-অডিনেটর জাবেদ বিন সিদ্দিকী, সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য হাজী বসির উদ্দিন আহমদ, সমাজসেবক মোঃ লাল মিয়া, আমির-ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আবু সাঈদ মোঃ সফিকুর রহমান সিদ্দিকী, লস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতআরা বেগম, বেগমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, ঘাগটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক জগদীশ চন্দ্র সূত্রধর, আবুল বাশার মোঃ রুহুল্লাহ, মোছা. রাশেদা আক্তার, হেনা বেগম, সৈয়দা নাজিয়া জেবিন ও সুদিপ কুমার দেব । পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্টানে নৃত্য, ছড়াগানসহ বিভিন্ন গান পরিবেশন করেন ।

Post a Comment

Previous Post Next Post