![]() |
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিসিবি ট্রেনিং শুরু |
নিউজ ডেস্কঃ গত ৭ ফেব্রুয়ারী, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিএইচসিপিদের ৬ দিন
ব্যাপী পিসিভি ভ্যাকসিন ইন্ট্রডাকশন এন্ড কুলাউড়া একশন প্লান ফর প্রিভেনশন
এন্ড কন্ট্রোল অব নিউমোনিয়া এন্ড ডায়রিয়ার প্রশিক্ষন শুরু হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাজাহান কবির ৬ষ্ট ব্যাচের প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এমওডিসি ডাঃ সাইদ এনাম, মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডাঃ আবু বকর নাসের রাশু, মেডিকেল অফিসার ডাঃ মির্জা আসিফ আদনান প্রমুখ।
![]() |
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিসিবি ট্রেনিং শুরু - ১ |
প্রশিক্ষনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম জাবের, মৌলভীবাজার জেলা সভাপতি আবুল কাশেম উসমানী, কুলাউড়ার সভাপতি শেখ মোঃ ইব্রাহীম, সিএইচসিপি আমিনুল ইসলাম, আবুল হাসনাত রাহাত, রাজিব কৈরী, রিয়াজ উদ্দিন, তাহমিনা ওয়াহিদ, স্বপন, পুস্পি বেগম, জান্নাত জামান, জান্নাত জাহান, শামসুন নাহার মুন্না, নীলুফা ইয়াস্মিন, জেসমিন বেগম, সায়হান উদ্দিন, জাপরিন বেগম, রোশেন আরা প্রমুখ