৬ হাজার বছরের বন্ধন !

৬ হাজার বছরের বন্ধন !
৬ হাজার বছরের বন্ধন !
নিউজ ডেস্কঃ গ্রিসের দক্ষিণাঞ্চলে একদল প্রত্নতাত্ত্বিক প্রায় পাঁচ হাজার ৮০০ বছরের আগের সময়ের একটি সমাধি আবিষ্কার করেছেন। সেখানে তারা আলিঙ্গনরত এক যুগলের দেহাবশেষ খুঁজে পেয়েছেন। খনন কাজে নিয়োজিত দলের একজন ঊর্ধ্বতন সদস্য অ্যানাসতাসিয়া পাপাথানসিউ বলেছেন, ২০১৩ সালে এই সমাধি আবিষ্কার করা হয়। তবে ঐ যুগলের ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার পর গত সপ্তাহে তাদের লিঙ্গ সম্পর্কে তথ্য পাওয়া গেছে। ডিএন পরীক্ষা করে দেখা গেছে, এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তিনি আরো জানান, এটি একটি গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক নির্দশন। খুব সম্ভবত তারা আলিঙ্গনবদ্ধ অবস্থায় মারা গেছেন। পাপাথানসিউ এপিকে বলেছেন, অ্যালেপোট্রাইপা গুহার কাছে এই সমাধির সন্ধান পাওয়া গেছে। তবে এটি এখনো পরিষ্কার নয় যে, তারা কিভাবে মারা গেছেন এবং তাদের মধ্যকার সম্পর্ক কি? তবে পাপাথানসিউ বলেছেন, আরো ডিএনএ পরীক্ষা করার পর বাকি প্রশ্নের উত্তর যাওয়া যাবে।
সুত্রঃ এপি।

Post a Comment

Previous Post Next Post