ভালবাসা দিবসে গদখালীতে ৭ কোটি টাকার ফুল বিক্রি

Flower
ভালবাসা দিবসে গদখালীতে ৭ কোটি টাকার ফুল বিক্রি
 মাহফুজ শাকিলঃ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে (ফুলের রাজধানী) যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে শুক্রবার পর্যন্ত প্রায় ৭ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে গদখালী ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন। যা বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরেচলে গেছে। আজ বিশ্ব ভালবাসা দিবস। হ্যাপি ভ্যালেনটাইন্ ডে। হৃদয়ের অলিন্দ নিলয় সঞ্চিত সবটুকু ভালবাসা নিঃশেষে তোমাকে দিয়ে আজ আমি নিঃস্ব। তোমার ভালবাসায় আমি আজ হারাতে পারি সর্বস্ব। বাংলাদেশে ভ্যালেনটাইনস্ ডে পালন শুর হয় ১৯৯০-১৯৯১ সালের দিকে। সে বছরই এই দিবসটি ঘটা করে পালনের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকাতে গঠিত হয় ভালবাসা দিবস উদযাপন পরিষদ। তাই বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রুয়ারি পালনের লক্ষ্যে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার (ফুলের রাজধানী) ঝিকরগাছা উপজেলার গদখালীত সরেজমিনে গেলে শুক্রবার পর্যন্ত প্রায় ৭ কোটি টাকার বিভিন্ন প্রকার গোলাপ, চায়না গোলাপ, জারবেরা, গাডিউলাক্স, গাঁদা, ভুট্টা, রজণীগন্ধা, চেরীসহ বিভিন্ন প্রকার ফুল বিক্রি হয়েছে বলে গদখালী ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম, তবে হরতাল আর অবরোধ না হলে এই সময়ে আরো বেশী মূল্যের বেশী ফুল বিক্রি হতো। ফুলচাষি আব্দুল মালেক জানিয়েছেন। তাদরে উৎপাদিত ফুল রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া আগামী একুশে ফেবব্রুয়ারি উপলক্ষে আরও ৫ থেকে ৬ কোটি টাকার ফুল বিক্রি হবে। তবে গদখালী বাজার থেকে পাইকারি ব্যবসায়ীরা সারাদেশে বাকিতে ফুল ক্রয় করে বিক্রি শেষে টাকা পরিশোধ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সারাদেশের খুচরা বিক্রেতারা যদি ফুল বিক্রি না করতে পারে তাহলে বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রুয়ারি এই তিনটি অনুষ্ঠানকে ঘিরে এবছর মোট ১২ থেকে ১৩ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে বলে গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post