সিলেটের মীরের ময়দানে ককটেল হামলায় শিশুসহ আহত ৩

সিলেটের মীরের ময়দানে ককটেল হামলায় শিশুসহ আহত ৩
সিলেটের মীরের ময়দানে ককটেল হামলায় শিশুসহ আহত ৩
নিউজ ডেস্কঃ গতকাল ১৬ ফেব্রুয়ারী ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি হরতাল চলাকালে নগরীর মীরের ময়দানে একটি সিএনজি চালিত অটোরিকশায় ককটেল হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। এতে দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ১৮ মাস বয়সী একটি শিশু সহ দুই শিশু আহত হয়েছে। তারা হলেন হাফিজুর ও নাফিসা (৮)। তারা পরস্পর ভাই-বোন বলে জানা গেছে। তারা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের মাহবুবুর রহমান লায়েকের সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১টার দিকে নগরীর মিরের ময়দানে বাংলাদেশ বেতারের পাশে বিকট শব্দে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অভিভাবকদের সাথে সিএনজি অটোরিক্সাযোগে ওই এলাকা অতিক্রমের সময় শিশু দুটি আহত হয়। তাৎক্ষনিকভাবে তাদেরকে ওসমানী হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে নেয়া হয়, তবে তাদের অবস্থা আশংখামুক্ত।

Post a Comment

Previous Post Next Post