| কালকের এসএসসি পরীক্ষা ২৭শে ফেব্রুয়ারি |
নিউজ ডেস্কঃ হরতালের কারনে আবারও পরিবর্তিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। আগামীকাল বুধবারের পরীক্ষা ২৭শে ফেব্রুয়ারি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বিকেল চারটার দিকে জরুরী সংবাদ সম্মেলনে নতুন তারিখের কথা জানান শিক্ষামন্ত্রী। হরতালে পরীক্ষার্থীর নিরাপত্তার কথা ভেবে এসময় পরীক্ষা হবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ চলমান হরতাল কর্মসূচি বুধবার সকাল ৬টা থেকে আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পালনের সিদ্ধান্তের কথা জানান। এরআগে গত রোববার সকাল ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দল।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা