পদ্মায় লঞ্চ ডুবি; মৃতের সংখ্যা ৩৮ জন

পদ্মায় লঞ্চ ডুবি; মৃতের সংখ্যা ৩৮ জন
পদ্মায় লঞ্চ ডুবি; মৃতের সংখ্যা ৩৮ জন
চৌধুরী রোম্মানঃ দেড় শতাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার সময় এমভি মোস্তফা নামে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছেন, লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী থাকায় ডুবে গেছে। ঘটনাস্থল থেকে ৩৮ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ডুবে যাওয়ার পর নৌকা ও স্পিডবোটে করে শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ছয় মাস বয়সী শিশু স্মৃতি হাসপাতালে মারা গেছে। তার গ্রামের বাড়ি গোয়ালন্দের আদর্শ গ্রামে। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্গোর ধাক্কায় লঞ্চটি ডুবে উল্টে যায়।

Post a Comment

Previous Post Next Post