![]() |
| কুলাউড়ায় ম্যারাথন দৌড় সম্পন্ন |
নিউজ ডেস্কঃ এনজিও দিবস পালন উপলক্ষে কুলাউড়ায় উপজেলা ক্রীড়া সংস্থা ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ব্রাহ্মণবাজার হতে কুলাউড়া শহরস্থ স্বাধীনতা সৌধ পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ৮কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। ব্রাহ্মণবাজার থেকে ম্যারাথন দৌড় কুলাউড়া স্বাধীনতা সৌধে শেষ হওয়ার পর ১ম,
২য় ও ৩য় স্থান অধিকারীদের ৫০০০, ৩০০০, ২০০০ টাকার প্রাইজমানি, ক্রেস্ট,
সার্টিফিকেট প্রদান করা হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ১ম হয়েছেন পৌরসভার
চাতলগাঁও গ্রামের তুহিন আহমদ, ২য় দাউদপুর গ্রামের ইকবাল হোসেন ও ৩য় হয়েছেন
পরীনগর গ্রামের মনসুর আহমদ। উল্লেখ্য, উপজেলা ক্রীড়া সংস্থা ও পল্লী উন্নয়ন
ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ১৯ ফেব্রুয়ারী ২০১৩ সাল থেকে মৌলভীবাজারের স্থানীয়
এনজিও সংস্থা পল্লী উন্নয়ন ফাউন্ডেশন এনজিও দিবস পালন করে আসছে ।
ব্যতিক্রমধর্মী এই ক্রীড়ানুষ্ঠানকে ঘিরে কুলাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করে।
এবং এতে স্বতস্ফুর্তভাবে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। রাস্তার দু’ধারে
হাজার হাজার উৎসুখ জনতা করতালির মাধ্যমে প্রতিযোগীদেরকে উৎসাহ দেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মইনুল ইসলাম শামীম প্রমুখ।
