আমিন জাহানঃ সাপ্তাহিক মানবঠিকানার জনপ্রিয় পাঠক সংগঠন ঠিকানা পাঠক ফোরামের উদ্যোগে তিন প্রবাসী কমিউিনিটি নেতা ( আব্দুল মোহিত সুহেল, আহবাব হোসেন খান বাপ্পি, সাহাদুল সুহেদ) কে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি সন্ধা ৭ টার সময় মানবঠিকানার কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। সভায় ঠিকানা পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম জাবের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ ফজলুল হক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান ও মানবঠিকানার অন্যতম পরিচালক মোঃ আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোহিত সোহেল, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া স্পোর্টস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট যুক্তরাজ্য প্রবাসী আহবাব হোসেন খান বাপ্পি, চ্যানেল আই স্পেন প্রতিনিধি স্পেন প্রবাসী সাহাদুল সুহেদ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ও মানবঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন। অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন মানবঠিকানার সাহিত্য সম্পাদক ও ঠিকানা পাঠক ফোরামের উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মোক্তাদির হোসেন, মানবঠিকানার চীফ রিপোর্টার মোঃ আলাউদ্দিন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট এর সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, মানবঠিকানার স্টাফ রিপোর্টার এম আর তাহরীম, রিপোর্টার শাহ আলম শামীম। ঠিকানা পাঠক ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রোম্মান চৌধুরী, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক খায়রুল কবির জাফর, শেড অব নেচার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, ঠিকানা পাঠক ফোরাম রবিরবাজার শাখার সভাপতি সামছুদ্দিন আজাদ প্রমুখ।