নিউজ ডেস্কঃ সারাদেশে প্রেট্টোল বোমা, সহিংসতা বন্ধ করা ও মানুষের জান মালের
নিরাপত্তা এবং রাজনৈতিক সংকট দ্রুত সমাধানের দাবিতে কমিউনিস্ট পার্টি
কুলাউড়া উপজেলা শাখা বিভিন্ন গণসংগঠনকে সঙ্গে নিয়ে গতকাল রোববার শহরে
বিক্ষোভ মিছিল ও চৌমুহনী চত্বরে মানববন্ধন করেছে। উপজেলা সিপিবির সাধারন সম্পাদক ইসমাইল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি খন্দকার লুৎফুর রহমান। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা সিপিবি সভাপতি প্রতাপ সিংহ, সৈয়দ মোশারফ আলী, উদিচী
শিল্পি গোষ্টি কুলাউড়া শাখার সভাপতি মাহবুব আলম মাক্কু, সম্পাদক বিপুল
চক্রবর্তী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি মাহবুব করিম মিন্টু, ছাত্র ইউনিয়ন
সভাপতি রান্টু কুমার চন্দ্র, সম্পাদক মো. ফয়জুল হক প্রমুখ।
ট্যাগ »
কুলাউড়া