ঠিকানা পাঠকফোরাম রবিরবাজার শাখার কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠকফোরাম রবিরবাজার শাখা
আবু রোম্মান চৌঃ সাপ্তাহিক মানবঠিকানার জনপ্রিয় পাঠক সংগঠন ঠিকানা পাঠকফোরাম রবিরবাজার শাখার কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠানে সামছুল আযাদ সামছুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান ও মানবঠিকানার অন্যতম পরিচালক মোঃ আব্দুল লতিফ বিশেষ অতিথি মানবঠিকানার  বার্তা সম্পাদক ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক চেীধুরী আবু সাঈদ ফুয়াদ, সাহিত্য সম্পাদক ও ঠিকানা পাঠকফোরামের উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, ঠিকানা পাঠকফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম জাবের, সাধারন সম্পাদক মাহফুজ শাকিল, মউনুল ইসলাম পঙ্কি, সৈয়দ জাবেদ, জিয়াউর রহমান ফরিদ সহ ঠিকানা পাঠকফোরাম রবিরবাজার ও রাউতগাও শাখার সভাপতি সম্পাদক ও সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post