খাসিয়া আদিবাসী পুঞ্জি উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে আদিবাসীদের মানব বন্ধন

খাসিয়া আদিবাসী পুঞ্জি উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে আদিবাসীদের মানব বন্ধন
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জি ও ঝিমাই চা-বাগানের দীর্ঘ দিনের নানাবিধ সমস্যা সুষ্ট সমাধানে ও বনবিভাগ এবং ঝিমাই চা-বাগানের  কর্তৃক ঝিমাই পুঞ্জির নির্বিচারে বৃক্ষ নিধন পরিকল্পনাসহ খাসিয়া আদিবাসী পুঞ্জি উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে পরিবেশ আন্দোলন (বাপা) ও আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ) এর আয়োজনে ৩০ জানুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৪টায় স্টেশন চৌমুহনীতে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সিলেট বিভাগীয় সাধারন সম্পাদক আব্দুল করিম কিম ও আদিবাসী নেত্রী মনিকা খংলার যৌথ পরিচালনায় মানব বন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নেহার বেগম। পাসকপ এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন (কুবরাজ) এর সাধারন সম্পাদক আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং, কুলাউড়া উপজেলা হিন্দু বৌদ্ব, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরা পদ দে,  সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, আইপিডিএস এর  প্রোগ্রাম অফিসার ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডার জয়ন্ত লরেন্স রাকসাম, আদিবাসী ছাত্র সংগঠনের কুলাউড়া উপজেলা সভাপতি তমাল আজিম প্রমুখ। মানববন্ধনে  কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম বলেন, আদিবাসী জনগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে তাই তাদের পক্ষে আমাদের কণ্ঠকে অনেক বেশি বলিষ্ঠ ও শক্তিশালী করতে হবে। আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র বলেন, ‘ধর্ম ও বর্ণ মানুষকে ভাগ করে না। গণতন্ত্র বিশ্বাসকারী আর গণতন্ত্র অবিশ্বাসকারী এ দুই ভাগে মানুষের ভাগ হয়। আমরা মানবাধিকার ও গণতন্ত্রকে সম্মান করি। বৈচিত্রই একটি দেশের সৌন্দর্য ফুটিয়ে তোলে তাহলে কেন ধংসের সড়যন্ত্র। কেন খাসিয়াদের ভুমি নিয়ে এত অত্যাচার। আদিবাসী নেত্রী মনিকা খংলা বলেন আমরাতো কারো ক্ষতি করি নাই তাহলে কেন বারবার আমাদের উপর আক্রমন। বাপা সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কীম সুষ্ট তদন্ত বিচার দাবী করেন। তিনি বলেন, মানবতাবিরোধী চা বাগানের ইজারা প্রথা বাতিল দাবি করেন।
 বক্তরা অবিলম্বে ঝিমাই পুঞ্জিতে বসবাসকারীদের  ভূমির সিমানা ও তাদের লাগানো গাছ চিহ্নিতকরন ও নির্বিচারে বৃক্ষ নিধন পরিকল্পনাসহ আদিবাসী উচ্ছেদ  প্রক্রিয়া বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষনা দেন ।

Post a Comment

Previous Post Next Post