সিপিএ ক্রিকেট ১৪-১৫ ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ইলেভেনস্টার ক্লাব

সিপিএ ক্রিকেটে১৪-১৫ ফাইনাল সম্পন্ন
সিপিএ ক্রিকেট ১৪-১৫ ফাইনাল সম্পন্ন , চ্যাম্পিয়ন ইলেভেনস্টার ক্লাব
আমিন জাহানঃ কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে দেশে উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ ক্রিকেট আসর “সিপিএ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট” এর সমাপনি খেলা ও পুরস্কার বিতরন  ৩১ জানুয়ারি শনিবার সম্পন্ন হয়েছে।
সিপিএ ক্রিকেটে১৪-১৫ ফাইনাল সম্পন্ন
রানার্সাপ বরমচাল ক্রিকেট ক্লাব
নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইলিভেন স্টার ক্লাব উত্তর কুলাউড়া ৭উইকেটে বরমচাল ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে খেলায় অংশগ্রহণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি ৬ছক্কা ও ২চারের সাহায্যে ৩০বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে ইলিভেন স্টার ক্লাবকে সহজ জয় এনে দেন এবং ম্যাচ সেরা হন। বরমচাল প্রথমে ব্যাটিং করে আশিকের অনবদ্য ৬১রানের সুবাদে ২০ওভারে ৬উইকেটে ১৫৪রান করে। জবাবে ইলিভেন স্টার ক্লাব ৩উইকেট হারিয়ে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সমাপনি অনুষ্ঠানে সিপিএ সভাপতি কামরুল হাসান বকসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানিয় সংসদ সদস্য আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, এনসি স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন, যুক্তরাজ্যস্থ কুলাউড়া স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি আহবাব হোসেন খান বাপ্পি, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ লাভলু, বরমচাল ইউপি চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান ও রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল প্রমুখ।
সিপিএ ক্রিকেটে১৪-১৫ ফাইনাল সম্পন্ন
ম্যান অব দি টুর্নামেন্ট- নুরুল ইসলাম খান খালেদ
উল্লেখ্য টুর্নামেন্টে ৮২টি দল অংশগ্রহণ করে। জগন্নাথপুর যুব সংঘের নুরুল ইসলাম খান খালেদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সিপিএ ক্রিকেটে১৪-১৫ ফাইনাল সম্পন্ন
অতিথী খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল
 সিপিএ ক্রিকেটে১৪-১৫ ফাইনাল সম্পন্ন
 CPA Kulaura
 CPA Kulaura

Post a Comment

Previous Post Next Post