ইউপি চেয়ারম্যান শাহজাহানের পিতৃবিয়োগ

ইউপি চেয়ারম্যান শাহজাহানের পিতৃবিয়োগ
মাহফুজ শাকিল : কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহানের পিতা বনগাঁও-২ গ্রামের বাসিন্দা ক্বারী মো: রমজান আলী আর নেই। তিনি ১১ জানুয়ারি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেছেন (ইন্না লিলস্নাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃতু্যকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুলাউড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ তাকে একনজর দেখার জন্য চেয়ারম্যানের বাড়িতে ভিড় জমান। ওই দিন রাত ৮টায় কুলাউড়া ইউনিয়নের অগ্রণী উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হাজারো মুসল্লি অংশ নেন। নামাজের আগে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ, কাদিপুর ইউপির চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেদওয়ান খান, প্রবীণ শিক্ষক মহিবুর রহমান লেদু, কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, কুলাউড়া ইউপির সদস্য মো. আব্দুল জলিল ও সাবেক ইউপি সদস্য মো. আজাদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কর্মধা ইউপির চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল, রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বিশিষ্ট সমাজসেবক আবু সুফিয়ান, কুলাউড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. লুৎফুর রহমানসহ কুলাউড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিরা। জানাজার নামাজ পড়ান মাওলানা আনু আহমদ। দোয়া পরিচালনা করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আহসান উদ্দিন। আগামী ১৪ জানুয়ারি মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে।
এম এম শাহীনের শোক : কুলাউড়া সদর ইউপির চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহানের পিতা ক্বারী মো. রমজান আলীর মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Previous Post Next Post