দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল

দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল
নিউজ ডেস্কঃ দলের সঙ্গে মেলবোর্ন থেকে এসে যোগ দিয়েছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি তামিম। তবে একদিন পরে অস্ট্রেলিয়া রওনা দিয়ে তিনি মেলবোর্নে চিকিৎসক ডেভিড ইয়ংয়ের সঙ্গে দেখা করেন। সেখানে দ্রুত ব্যথা সেরে ওঠার ইনজেকশনের কোর্সটি শেষ করে পরামর্শ নিয়ে বুধবারই দলের সঙ্গে যোগ দেন। বিষয়টি অস্ট্রেলিয়া থেকে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন। মুঠোফোনে মাহমুদ বলেন, ‘তামিম এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছে। অনুশীলনও করেছে। ব্যাটিং সেশনে সময় দিয়েছে। ওর অবস্থা এখন আগের চেয়ে অনেক ভাল। চিকিৎসক তাকে একটি সুচি করে দিয়েছেন সে অনুসারেই সে কাজ করছে। আশা করি সবকিছু ঠিক থাকলে দ্রুতই ফিট হয়ে যাবে।’ তবে তামিম ইকবালের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। এরই মধ্যে দেশ ছাড়ার আগে দলের প্রধান কোচ হাথুরুসিংহে বলেছেন, ‘যারা ফিট না তাদের খেলা হবে না।’ অন্যদিকে দেশ ছাড়ার আগে দলে দেখা দিয়েছিল বেশ কিছু ইনজুরির শঙ্কা। এর মধ্যে তামিম ছাড়াও রয়েছেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহীম। এছাড়া ছোটখাটো ইনজুরি সমস্যা নিয়ে অস্ট্রেলিয়ায় আছেন তাসকিন আহমেদও। তবে দলের সবাই এখন ফিট বলে নিশ্চিত করেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে দলের সবাই ফিট আছে। ইনজুরি নিয়ে তেমন কোন সমস্যা নেই। সবাই খুব ভালভাবেই অনুশীলন করতে পারছে।’ অনুশীলন নিয়ে দলের ম্যানেজার আরও বলেন, ‘আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি। এখন হাতে সময় কম, সে অনুসারেই আমরা এগিয়ে নিচ্ছি। ক্রিকেটাররাও বেশ উপভোগ করেছে। আমাদের চেষ্টা থাকছে যত দ্রুত সম্ভব নিজেদের এ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া।
১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তবে তার আগে অনুশীলন শেষে বাংলাদেশ দল ৯ই ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দুটি প্রস্তুতি ম্যাচেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কন্ডিশনে কতটা মানিয়ে নিতে পেরেছে।

Post a Comment

Previous Post Next Post