আল্লামা ফুলতলীর ঈসালে সওয়াবে লাখো মানুষের ঢল
আল্লামা ফুলতলীর ঈসালে সওয়াবে লাখো মানুষের ঢল: হরতাল-অবরোধ সত্ত্বেও বৃহস্পতিবার ফুলতলীতে নেমেছিল লাখো মানুষের ঢল। ঈসালে
সওয়াব মাহফিল উপলক্ষে বুধবার থেকেই ফুলতলীতে জমায়েত হন মুরিদীন, মুহিব্বীন
ও ভক্তরা। সকাল সাড়ে ১০টায় এতিমখানার হাজারো এতিমকে নিয়ে আলামা ফুলতলী
ছাহেব কিবলাহ (র.) -এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের
কার্যক্রম। এরপর অনুষ্ঠিত হয় খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান ও
দালাইলুল খায়রাত শরীফের খতম।
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী সাহেবজাদা
ফুলতলীর সভাপতিত্বে ও বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা
মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’র পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথি
হিসেবে বক্তব্য রাখেন ইছামতি কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল শায়খুল
হাদীস আল্লামা হবিবুর রহমান, ভারতের উজানডিহির পীর ছাহেব মাওলানা সায়্যিদ
মোস্তাক আহমদ আল মাদানী, ফুলতলী কামিল মাদরাসার প্রিন্সিপাল আলামা
নজমুদ্দীন চৌধুরী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক জনাব মাওলানা কবি
রূহুল আমীন খান, মাওলানা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী,
ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কাফীলুদ্দীন ছালেহী,
সোবহানীঘাট কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী, সাবেক
এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মুফতী মাওলানা আবূ নছর জিহাদী, জালালপুর
জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, সৎপুর
কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, মুহাদ্দিছ মাওলানা ছালিক
আহমদ, রাখালগন্জ সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হবিবুর রহমান,
বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারূকী, ঢাকা
মহাখালী কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মাহবূবুর রহমান, দারুন্নাজাত
সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা বদরুজ্জামান রিয়াদ, মাওলানা
শামসুদ্দীন নূরী, মাওলানা আবদুল বারী জিহাদী, মাওলানা মোশাহিদ আহমদ কামালী,
মাওলানা আব্দুস সোবহান জিহাদী প্রমুখ।
মাহফিলে অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ভারতের উজানডিহির পীর ছাহেব মাওলানা সায়্যিদ জুনাইদ আহমদ আল
মাদানী, মাওলানা আব্দুল কুদ্দুছ আমরোটি, জালালিয়া কামিল মাদরাসার সাবেক
প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব
অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার
প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, ইছামতি কামিল মাদরাসার
প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয়
সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান,
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, দারুল হাদীস
লাতিফিয়া লন্ডন-এর প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, সিলেট জেলা
বি.এন.পি’র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া, ভারতের মাওলানা আনোয়ার উদ্দিন,
মাওলানা মাহবূবুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল
হাসান মুহাম্মদ নূরুল হক, ভারতের রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার।
|