কুলাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


কুলাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোহাইমিনুল ইসলাম মাহিন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়।
(১৭ মার্চ) শনিবার বিকাল ৪টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি চৌধুরী মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্জ মিছবাহুর রহমান ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। উপজেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পৌর মেয়র শফি আলম ইউনুস, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা, জেলা পরিষদের সদস্য সেলিম আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, জেলা আওয়ামীলী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও আব্দুল মোক্তাদির তোফায়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, লন্ডন আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল হাসান, , ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আলী বাখর খান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, দপ্তর সম্পাদক অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ, সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম সোহাগ ও আব্দুল মুক্তাদির।

উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারিয়ে ওরা এগারজন রবিরবাজার জয়লাভ করে।

Post a Comment

Previous Post Next Post