কুলাউড়ায় ইউপি নির্বাচনে আ.লীগ ২, আ.লীগ বিদ্রোহী-১, বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ২ বেসরকারী ভাবে নির্বাচিত

কুলাউড়ায় ইউপি নির্বাচনে আ.লীগ ২, আ.লীগ বিদ্রোহী-১, বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ২ বেসরকারী ভাবে নির্বাচিত
নাজমুল ইসলাম: কুলাউড়ায় তৃতীয় ধাপের নির্বাচনে ৭টি ইউনিয়নে বেসরকারী ফলাফলে আ.লীগ ২,  আ.লীগ বিদ্রোহী-১, বিএনপি-২, বিএনপি বিদ্রোহী-২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কুলাউড়ার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে বরমচাল ইউনিয়নে আ.লীগ প্রার্থী আব্দুল আহবাব চৌধুরী ৩হাজার ৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ›দ্ধী বিএনপির মুক্তার হোসেন ২হাজার ১শত ২৯ ভোট পেয়ে পরাজিত হন। ব্রাহ্মণবাজার ইউনিয়নে আ.লীগ প্রার্থী প্রভাষক মমদুদ হোসেন ৪হাজার ৭শত ৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ›দ্ধী আ.লীগ বিদ্রোহী মুহিবুর রহমান ৩ হাজার ১শত ৮৭ টি ভোট পেয়ে পরাজিত হন। কুলাউড়া সদর ইউনিয়নে আ.লীগের একমাত্র নারী বিদ্রোহী প্রার্থী নার্গিস আক্তার বুবলী ২ হাজার ১শত ৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ›দ্ধী আ.লীগ প্রার্থী লুৎফুর রহমান চৌধুরী ১ হাজার ৯শত ৯২ ভোট পেয়ে পরাজিত হন।

অপরদিকে বিএনপির বিজয়ী প্রার্থীদের মধ্যে কাদিপুর ইউনিয়নে হাবীবুর রহমান সালাম ৪হাজার ৯শত ৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ›দ্ধী জাসদ সমর্থিত প্রার্থী আলমগীর আলম শাহান ৩ হাজার ৪৮ ভোট পেয়ে পরাজিত হন। ভূকশিমইল ইউনিয়নে আজিজুর রহমান মনির ৪ হাজার ৮শত ৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ›দ্ধী আ.লীগ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু ৪ হাজার ৩শত ৭৭ ভোট পেয়ে পরাজিত হন। রাতগাঁও ইউনিয়নে বিএনপি বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল জামাল ৪ হাজার ১শত ২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ›দ্ধী বিএনপির প্রার্থী আব্দুল মুহিত সোহেল ৩হাজার ২শত ৩৭ ও আ.লীগ প্রার্থী সোহাগ আহমদ ২ হাজার ৩ ভোট পেয়ে পরাজিত হন। জয়চন্ডী ইউনিয়নে বিএনপি বিদ্রোহী প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু ৭ হাজার ৩শত ৩৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ›দ্ধী আ.লীগ প্রার্থী আব্দুর রব মাহবুব ৬ হাজার ৩ শত ৫৫ ভোট পেয়ে পরাজিত হন।

Post a Comment

Previous Post Next Post