গেইলকে বিগ ব্যাশে আমন্ত্রণ

গেইলকে বিগ ব্যাশে আমন্ত্রণ
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশের গত আসরে বেশ বিতর্কিত হয়েছিলেন ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। নারী উপস্থাপককে ডেট করার আমন্ত্রণ জানানোর কারণে পুরো ক্রিকেট বিশ্বেই সমালোচনার শিকার হন গেইল। পরিস্থিতি এতবেশি খারাপ হয়েছিল যে, তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন আর কখনও বিগ ব্যাশ লিগ খেলতে যাবেন না। শুধু তাই নয়, ক্রিকেট অস্ট্রেলিয়াও আগে থেকে জানিয়েছিল, নারী উত্ত্যক্তকারী ক্রিস গেইলকে খেলার সুযোগ আর দেয়া হবে না। তবে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার তারা জানিয়ে দিয়েছে, বিগ ব্যাশ খেলতে চাইলে তারা তাকে বাধা দেবে না। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সরাসরি জানিয়ে দেন, ম্যাচ ফিক্সিং ইস্যুতে খেলোয়াড়দের প্রতি যে বিধি-নিষেধ আরোপ করা হয়, এখানে তেমনটি নয়। সুতরাং, কোন খেলোয়াড় যদি এই লিগে খেলতে চায়, তাহলে তার ওপর কোন ধরনের বিধি নিষেধ আরোপ আমরা করবো না। গতবছর মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে খেলেছিলেন গেইল। এই দলের হয়ে খেলার সময়ই সুন্দরী উপস্থাপিকাকে যৌন আপত্তিকর মন্তব্য করেন গেইল। যে কারণে তাকে ১০ হাজার ডলার জরিমানাও করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।

Post a Comment

Previous Post Next Post