স্টাফ রিপোর্টারঃ হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হযরত বিশকুটি সাহেব কিবলাহ (র.) এর প্রথম খলিফা শাহ্সুফি মাওলানা আব্দুর রহিম তফাদার (মদ্দাজিল্লাহুলআলী) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিলেট নর্থইষ্ট মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়বেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভূগছেন। গত ৩ ফেব্রুয়ারী বুধবার হঠাৎ তাঁর শারিরিক অবস্থার অবনতি হয়। এদিকে প্রবীণ আলীম মাওলানা আব্দুর রহিম তফাদারের অসুস্থার খবর ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে গুপ্তগ্রামস্থ (শরিফপুর) বাড়িতে ভীড় জামান আত্মীয়স্বজন, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ। অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম তফাদার রোগমুক্তি ও সুস্থতার জন্য সর্বস্থরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তাঁর ছাত্র-ছাত্রী ও পরিবারের সদস্যবৃন্দ।