নিউজ ডেস্কঃ তিস্তা চুক্তিকে সামনে রেখে সব অমীমাংসিত ইস্যুতেই দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ভারত। এছাড়া ভিসা সমস্যা সহজীকরণে সুনির্দিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ভারত কাজ করছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারত সফর শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে এ কথাগুলো জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী দাবি করেন অতীতের মতো ভবিষ্যতেও সব সময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। ৪ দশকের ঝুলে থাকা সীমান্ত চুক্তি বাস্তবায়ন বাংলাদেশ ও ভারত সরকারের আন্তরিকতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। তবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের সব তৎপরতার মধ্যেও কিছুটা প্রশ্নের জন্ম দিয়ে আছে তিস্তা চুক্তি ঝুলে থাকার বিষয়টি। গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফরে সৌজন্য সাক্ষাত হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সেখানে শুধু তিস্তা নয়, ৫৪ অভিন্ন নদী ইস্যুতেই দ্রুত স্থায়ী একটি সমাধান আসবে বলে আশ্বাস পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সহস্রাধিক মানুষ চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যান। কিন্তু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে তাদের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে দিল্লি সব সময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।