জেসিডি হেল্পিং হ্যান্ড ইউকের অনুদান প্রদান আগামীকাল (২২ নভেম্বর)

জেসিডি হেল্পিং হ্যান্ড ইউকের অনুদান প্রদান আগামীকাল  (২২ নভেম্বর)
নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রাক্তন নেতা কর্মীদের সাহায্যের হাত যা জেসিডি হেল্পিং হ্যান্ড ইউ কে নামে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে এই হেল্পিং হ্যান্ড থেকে টাকা ৩০,০০০/-কুলাউড়া উপজেলা ছাত্রদলের প্রাক্তন নেতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত প্রয়াত বাবু বিধান চন্দ্র মল্লিকের পরিবারকে ইউ কে তে অবস্থানরত কুলাউড়ার প্রাক্তন ছাত্রদলের নেতা কর্মীদের পক্ষ থেকে আরো ৩০,০০০/-টাকা সহ সর্বমোট ৬০,০০০/- টাকা আগামী রবিবার ২২শে নভেম্বর কুলাউড়া পৌরসভা কার্যালয়ে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে এই অনুষ্টানে জেসিডি হেল্পিং হ্যান্ড এর মৌলভীবাজার এর কো অর্ডিনেটর মাহবুব ইজদানী ইমরান ও আব্দুল্লাহ মাহমুদ কয়েল ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জেলা ছাত্র দলের আহ্বায়ক জাকির হুসেন উজ্জল ও কুলাউড়া পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি কামাল আহমেদ জুনেদ সহ প্রাক্তন ছাত্র দল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এই মহতী অনুষ্টানে উপস্থিত হবার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
অনুরাধ ক্রমে
শরীফুজ্জামান চৌধুরী তপন
শহীদ জিয়া স্মৃতি কেন্দ্র ও লাইব্রেরি ইউ কে

Post a Comment

Previous Post Next Post