ফ্রান্স প্রতিনিধি : বাংলাদেশ জাতিয়তাবাদী মহিলা দল ফ্রান্স–প্যারিসে কেক কেটে এই প্রজন্মের জনপ্রিয় নেতা বি এন পি,র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। বাংলাদেশের তারুণ্যের এই ’রাজনীতির আইডল’ বহুমাত্রিক ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে রাজনীতির নতুন দিশার বর্ণাঢ্য আলোক রোশনাই ছড়িয়ে সমুখে ধাবমান। বাংলাদেশ জাতিয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার সভানেত্রী মমতাজ আলো,সাবিকুন হোসেইন,ফাতেমা বেগম,সুইটি বেগম এসময় কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করেন।এসময় টেলিকনফারেন্সে সাবেক মন্ত্রী আমির খস্রু মাহমুদ চৌধুরী বলেন সমগ্র জাতি আজ কারারুদ্ধ, বিপন্ন মানচিত্র, অবরুদ্ধ গণতন্ত্র। একদলীয় প্রহসনের নির্বাচনে তথাকথিত মনোনয়নপত্র দাখিলের মহড়া হয়ে গেলে। একদলীয় স্বৈরশাসন চিরস্থায়ী করার মানসে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও প্রয়োজনায় এই নাটক মঞ্চস্থ হয়েছে। তিনি বলেন, গণবিচ্ছিন্ন ও জনরোষে নিপতিত সরকার নিজেকে রক্ষা করার জন্য দলীয় সন্ত্রাসী ও পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আন্দোলনকারী জনতার ওপর দেশব্যাপী জঘন্য হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতিদিন শহীদের কাতারে অসংখ্য নাম যুক্ত হচ্ছে। রাজপথে লাশের মিছিল বাড়ছে। সারা বাংলার মানুষ আজ পুলিশ রিমান্ডে আছে। দেশটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। রাষ্ট্রের সব অঙ্গ সরকারের সেবাদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
