স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১০ জন প্রার্থী। কুলাউড়া পৌরসভা ও কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ২০ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১২৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন।
মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী, আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, , ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান, খেলাফত মজলিস মো: সাইফুর রহমান ও বিএনপি নেতা মো: রওশন আলী।
* নাম ও ছবি কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসের ক্রমানুসারে
