স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার জনপ্রিয় এতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা'র আয়োজনে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল আজাদ শামসুদ্দিনের প্রবাস গমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার রাতে রবিররাজারে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠক সুয়েব উদ্দিন জিল্লুর প্রাণবন্ত উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল কুলাউড়া উপজেলার প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর। অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা'র সিনিয়র সহ-সভাপতি কবি শামসুল আজাদ শামসুদ্দিন।
সম্মানিত অতিথির বক্তব্য দেন প্রবাসী ও সংগঠক মো. রফিক খাঁন, এম এ নূর। ক্লাবের দায়িত্বশীলদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সুহেল, খন্দকার আব্দুর রহিম টিপু, ইকবাল হোসেন মতিন, ইসমাইল হোসেন সাগর, সৈয়দ
জাহাঙ্গীর আলম, জাহিদ আহমদ, জিয়াউর রহমান ফরিদ, সালেক আহমদ, ফয়জুল হক, সংকর দেব, রাজু আজমদ, এম এ আহাদ, হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলাম, ছাত্রনেতা দুলাল মাহমুদ, লোকমান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিদায়ী অতিথি শামসুল আজাদ শামসুদ্দিন কে একজন লেখক, সংগঠক ও রাইজিং স্টার ক্লাবের একনিষ্ঠ দায়িত্বশীল হিসেবে অবদান স্বীকার করেন অনুষ্টানের বক্ত্যরা। প্রবাস জীবন সমৃদ্ধ হোক- রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা সদস্যরা এমন প্রত্যাশা করে সম্মাননা স্মারক প্রদান করেন।