নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌরসভা সভা কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার প্রায় শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা জানানো হয়।
উপজেলা সভাপতি রোহেনা আক্তার খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির উদ্দিন খোকন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা সভাপতি মঞ্জু লাল দে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. আব্দুল বাছিত। সঞ্চালনা করেন মুর্শেদ আহমদ মুন্না ও সুদীপ ভট্টাচার্য।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল। এতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ছালামীটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহির খান।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সুদীপ ভট্টাচার্য, সহ-সভাপতি পদে আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মলয় দেবনাথ এবং অর্থ সম্পাদক পদে দিলারা বেগম নির্বাচিত হন। শিগগিরই ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানটি এক প্রকার পুনর্মিলনীতে পরিণত হয়। দীর্ঘদিন পর পুরনো সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শিক্ষক। প্রাণবন্ত এই আয়োজনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অতিথি ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।