কুলাউড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত


নিউজ ডেস্কঃ কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আলোচনা করা হয়।

দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও গণআন্দোলনের পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো: জাকির হোসেন, সাংবাদিক আজিজুল ইসলাম ও নাজমুল বারী সোহেল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা ইমন আহমদ, শামীম আহমদ, মো: জাহিদুল ইসলাম ফেরদাউস, নাহিদুর রহমান, আল আদনান চৌধুরী, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, শেখ রানা, রুহিন হোসাইন, ইব্রাহীম আলী প্রমুখ।

সভায় ইউএনও মো. মহিউদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। এ চেতনা বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। পরে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Post a Comment

Previous Post Next Post