স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে প্রথম পর্যায়ে ৯২ জনকে এক লক্ষ টাকা করে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ মে দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য শেষে ৯২ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো: ইয়ামির আলী, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আমহদ, এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজের শিক্ষার্থী সমন্বয়কারী গনভভুথান বিষয়কসেলের আলী আব্বাস শাহিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা যাদের নাম যাচাই-বাছাই করে মন্ত্রণালয় পাঠিয়েছিলাম যাদেরকে গেজেট তালিকাভুক্ত করা হয়েছে। তাদেরকে এ অনুদান দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আমরা আরো কয়েকজনের তালিকা পাঠিয়েছি তাদেরকেও আশা করি গেজেট হলে তাদেরকে সম্মাননা স্বরুপ অনুদান দেওয়া হবে।
উল্লেখ্য মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে বিভিন্ন জেলায় বসবাসকারি তাদের এনআইডি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।