কুলাউড়া পৌর শহরের পানি নিষ্কাশনের জন্য খাল খনন কাজের উদ্বোধন


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ড পরিনগর রেল কলোনির পাশ দিয়ে গোগালী ছড়া কালবার্ড পর্যন্ত পৌর শহরের পানি নিষ্কাশনের জন্য ২৭ মে মঙ্গলবার সকাল ১০ টায় এ খাল খননের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন। টি আর প্রকল্পের আওতায় প্রায় দেড় কিলোমিটারের এই কাজটি সম্পাদন করা হবে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান গোলাপ, বিশিষ্ট সমাজ সেবক নেছার আহমদ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এইচ ডি রুবেল, হোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  লোকমান মিয়া, জামাল আহমেদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post