কুলাউড়ায় পত্রিকা বিক্রেতা হেদায়েতুল্লাহ অসুস্থ, দোয়া কামনা


নিউজ ডেস্কঃ কুলাউড়ায় সকলের পরিচিত পত্রিকা বিক্রেতা (হকার) মো: হেদায়েত উল্লাহ হাওলাদার (৭৪) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৫ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কুলাউড়া শহরের সকলের পরিচিত পত্রিকা বিক্রেতা হেদায়েত উল্লাহ গত ২৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মৌলভীবাজার সদরের লেইকভিউ হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখা হয়। পরে তিনি কিছুটা সুস্থ হলে ৩০ এপ্রিল কুলাউড়া ইউনিয়নের হরিপুরস্থ তার গ্রামের বাড়িতে তাকে আনা হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post