কুলাউড়ায় বনফুল ও বেঙ্গলকে জ রি মা না


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে বনফুল অ্যান্ড কোম্পানি এবং বেঙ্গল ফুডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌর শহরস্থ দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি জানান, দক্ষিণ বাজারে অবস্থিত বনফুল ও বেঙ্গলে পলিথিন মজুত করার অপরাধে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে তাকে থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

Post a Comment

Previous Post Next Post