কুলাউড়ায় যোগদান করলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান


স্টাফ রিপোর্টারঃ  কুলাউড়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. কামরুল হাসান। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

জানা যায়, কুমিল্লা জেলার অধিবাসী কামরুল হাসান বাংলাদেশ পুলিশে যোগদানের পর ডিবি, পিবিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সবশেষ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে বদলি করা হয়। এ ছাড়া ২০০৪ এবং ২০১০ সালে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করায় জাতিসংঘ পদকে ভূষিত হন তিনি।

যোগদানের পর কামরুল হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, কুলাউড়া সার্কেলের আওতাধীন কুলাউড়া, জুড়ী ও বড়লেখা থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবো। কোনো ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাসসহ সবধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post