কমলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 


স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে পুকুরে ডুবে ছাদিয়া বেগম (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর বিকাল ৩টার দিকে আদমপুর ইউনিয়নের এলাকার নইনার পার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছাদিয়া ওই এলাকার মো. কালন মিয়া মেয়ে।

শিশু ছাদিয়ার মা আরজা বেগম বলেন, ‘পরিবারের সবার অগোচরে আমার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে ভেসে থাকতে দেখি। উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা .কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post