'ছাত্র-জনতার উপর হামলার স্টিল ছবি ও ভিডিও রয়েছে, তদবিরবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না'


স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় ৫ আগস্ট এর পর থেকে যত মামলা হয়েছে এবং বিভিন্ন ভাবে যারা অপকর্মের সাথে জড়িত। স্টিল ছবি ও ভিডিও রয়েছে ছাত্র-জনতার উপর হামলার। তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। গ্রেফতারকৃতদের পক্ষে কেউ কোন তদবির করলে সেই তদবিরবাজদের কোন ছাড় দেওয়া হবে না।

রোববার ১০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় তা আমরা করব। মৌলভীবাজার জেলাকে একটি ক্লিন জেলা হিসাবে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন এবং জেলাবাসীর সবাইকে নিয়ে আমরা ঘরে তুলতে চাই। এই জেলার মানুষ নম্র এবং ভদ্র।

এছাড়াও তিনি আরও বলেন, অনেক জায়গায় পুলিশি কার্যক্রম পুরোদমে সচ্ছল হতে পারেনি কিন্তুমৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা সচ্ছল বলে আমি মনে করছি আমাদের পুলিশ বাহিনী রাতের আধারে ও মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে ডাকাতির প্রবণতা বেড়ে যায় তাই মৌলভীবাজার বাসীর প্রতি একটু সচেতন থাকার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post