ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী


স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদল শহরে বর্ণাঢ্য র‌্যালী করেছে।

শনিবার ৯ নভেম্বর বিকেলে বর্ণাঢ্য র‌্যালী মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার চৌরাস্তায় গিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি ও সাবেক কেন্দীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জল। র‌্যালীতে উপস্থিত ছিলেন সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post