স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী ছাত্র ও গন আন্দোলনে শহিদ ও আহতদের স্বরণে স্বরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানে ঘটনাপ্রবাহ নিয়ে কুলাউড়া সরকারি কলেজে আলোচনা ও দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ২৮ নভেম্বর কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও প্রভাষক মশিউর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক, প্রভাষক মোঃ শাহ জালাল,সিপার আহমেদ, জমসেদ আলী,অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল।
ছাত্রদলের সদস্য সচিব সাঈফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার, ছাত্রদল নেতা শামীম আহমেদ , বেলাল আহমেদ টিপু, সাইদুর রহমান মিশন ও রিয়াদ ইসলাম ইমন।
বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের পক্ষে মইনুল ইসলাম, আল আদনান চৌধুরী, শেখ রানা,আব্দুস সামাদ, আবু জাহিদ ইমরান প্রমুখ।
ছাত্ররা বলেন হাজারো ছাত্র ছাত্রী ভাইবোনের রক্ত ঝড়া আন্দোলনের মধ্যদিয়ে এবং আবু সাঈদ, আকরাম, মুগ্ধসহ ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে এ দেশ ২৪শে পুনরায় স্বাধীন হয়েছে, দালল চাটুকারদের রাজত্ব করার জন্য নয়, আমরা চাই কোন নিরীহ্ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, ছাত্রদের মুল্যায়ন করতে হবে।
এছাড়াও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।