বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে খরিদাকৃত জমি উদ্ধার করে সরকারি রাস্তার জায়গা চিহ্নিত করার জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন মহেষগৌরি গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী তাহির আলী। সম্প্রতি ওই জমির ওপর থাকা তৈরিকৃত একটি ঘর উচ্ছেদ করে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, খরিদাকৃত ওই জমি নিয়ে তাহির আলীর সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল একই এলাকার মৃত মছদ্দর আলীর ছেলে নামর আলী, মৃত আমিন আলীর ছেলে রকিব আলী খান, মৃত ইদ্রিস আলীর ছেলে আজাদ মিয়া, মৃত নোয়াব আলীর ছেলে সেলিম মিয়া, মায়া মিয়ার ছেলে তাজুল ইসলাম ও জয়নাল মিয়া। কিন্তু ২০০৬ সালের ২৫ জুলাই কোরবানপুর মৌজায় এসএ ৫৯৭৭ দাগে ৩ শতক ৩৬ শতাংশ জমি জয়চন্ডী ইউনিয়নের আবুতালিবপুর গ্রামের মো. দেওয়ান খার কাছ থেকে ৯০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন তাহির আলী ভোগদখল করছেন। ওই জমি নামর আলী গং দখল করতে বিভিন্ন সময় চেষ্টা চালায়। এ নিয়ে তাহির আলী গত ২০২৩ সালের ২ অক্টোবর নামর আলী গংয়ের বিরুদ্ধে আদালতে ও ২৫ অক্টোবর কুলাউড়া থানায় মামলা করেছিলেন। পরবর্তীতে তাহির আলী তার জমিতে একটি টিনের ঘর নির্মাণ করলে নামর আলী গং এলাকার ৪/৫ জন তাদের বাঁধা প্রদান করলেও তা আমলে না নিয়ে তাহির আলী গং টিনের ঘর নির্মাণ করেন। এলাকার কয়েকজনের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সরেজমিনে গিয়ে ওই ঘরটি হাকালুকি হাওরে যাতায়াতের রাস্তার মধ্যে থাকায় প্রশাসন তা উচ্ছেদ করে দেয়।
তাহির আলীর স্ত্রী শারমিন আক্তার বলেন, ওই ভূমির পূর্ব পার্শ্বে সরকারি গোপাট এবং খাল রয়েছে। আমাদের খরিদকৃত জমি উদ্ধারপূর্বক সরকারি রাস্তার জায়গা চিহ্নিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একইসাথে ওই রাস্তার কাজে আমাদের পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, ওই রাস্তাকে কেন্দ্র করে পূর্বে উল্লেখিত লোকজন বিভিন্ন সময় হুমকি দেয় এবং পঞ্চায়েত থেকে আমাদের ৬ পরিবারকে পৃথক করে দেয়। আমার স্বামী কাতার প্রবাসী। তিনি ছুটিতে এসেছিলেন ঘরের কাজ শেষ করার জন্য। কিন্তু আমাদের ভূমি ও রাস্তার জমি নিয়ে জটিলতা থাকায় আমার স্বামীর ভিসা, টিকেট বাতিল হয়ে যায়। এতে আমরা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি।
মহেষগৌরি পঞ্চায়েত কমিটির সেক্রেটারী মোঃ আতিক বলেন, জমি ও রাস্তা নিয়ে জটিলতায় থাকায় তাহির আলী গংকে একাধিকবার ডাকলেও তারা পঞ্চায়েতের ডাকে আসেননি। নিষ্পত্তির চেষ্টা করেছিলাম কিন্তু তারা না আসায় পঞ্চায়েতের লোকজন তাদের পৃথক করে রাখে। পরে জানতে পারি প্রশাসন রাস্তার উপর নির্মিত ঘরটি উচ্ছেদ করে দেয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, হাকালুকি হাওরে যাতায়াতের রাস্তায় তাহির আলী গংরা অস্থায়ীভাবে টিনের ঘর তৈরি করায় জনস্বার্থে আমরা সেই ঘরটি উচ্ছেদ করে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছি।