প্রচন্ড তাপমাত্রায় ট্রেন যাত্রীদের মধ্যে ফ্রি শরবত বিতরণ


নিউজ ডেস্কঃ সিলেট অঞ্চলে তাপমাত্রা বেশি  থাকার কারণে অসহায় ও গণমানুষের কথা চিন্তা করে  শুক্রবার বাদ জুম্মা  রেল স্টেশন  সহ  শহরের বিভিন্ন স্থানে  মানুষের  সাময়িক গরমের জ্বালান

নিবারন করতে  ফ্রি  শরবত  বিতরণ  কর্মসূচি পালন করে কুলাউড়ার  কাদিপুর ইসলামিক যুব সংঘ। 

ট্রেন যাত্রীদের শরবত খাইয়ে  কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত  সিলেট অঞ্চলের  প্রথম অনলাইন নিউজ পোর্টাল  আজকের সিলেট ডটকমের  নির্বাহী সম্পাদক  এমদাদুর রহমান  চৌধুরী জিয়া, এ সময়  পরিবহন শ্রমিক লীগ নেতা আব্দুল কাইয়ুম জালালী, কাদিপুর জামে মসজিদের খতিব  মাওলানা জুবায়ের  আহমদ, কাদিপুর ইসলামী  যুব সংঘের সাধারণ সম্পাদক  বদরুল ইসলাম, সদস্য তায়েফ, ইমন, শুভ, রিজন, তাহমিদ, শিপু নিশাদ, শিপু, সাইফুল, রাফি, নাবিল, তামজিদ প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post