নিউজ ডেস্কঃ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলারের দাম বাড়ানো হয়েছে। প্রবাসী আয়ের প্রতি ডলারের দাম এখন থেকে সর্বোচ্চ আড়াই শতাংশ বাড়ানো হয়েছে।
ফলে প্রতি ডলারের দাম ১১০ টাকা থেকে বেড়ে ১১২ টাকা ৭৫ পয়সা হবে। রোববার থেকে নতুন দর কার্যকর হবে।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) বৈঠকে ডলারের এই নতুন দর নির্ধারন করা হয়। শুক্রবার রাতে তারা ওই বৈঠক করেছেন।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়ায় ডলারের দাম বাড়ানো হয়েছে।
তবে রপ্তানি আয়ে ডলারের দর আগের মতো ১১০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আর আমদানিতেও ডলারের দাম আগের মতো ১১০ টাকা ৫০ পয়সা থাকবে।