কুলাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।

শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে কুলাউড়া শহরের স্টেশন রোড এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে সংরক্ষণ করা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্টেশন রোডে অবস্থিত ইস্টার্ণ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পাকশী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও সিকান্দার স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে তাকে কুলাউড়া থানাপুলিশের সদস্যরা সহযোগিতা করে।

Post a Comment

Previous Post Next Post